সিরিজের দ্বিতীয় টেস্টেও দারুণ জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এক দিন বাকি থাকতেই (চতুর্থ দিন) ৪ উইকেটে জয় তুলেছে নিয়েছে স্বাগতিকরা। এ জয়ে ৪ টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে স্টিভেন স্মিথের দল।আগের দিন দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৭১ রান করেছিল ভারত। চতুর্থ দিনে সুবিধা করতে পারেনি ধোনি বাহিনী। মিচেল জনসন, স্টার্ক, হাজলেউড ও লায়নের বলে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি ভারতীয় ব্যাটসম্যানরা। তাই ২২৪ রান তুলেই গুটিয়ে গেছে সফরকারীরা। সর্বোচ্চ ৮১ রান করেছেন শেখর ধাওয়ান। এ ছাড়া চেতেশ্বর পুজারা ৪৩, বিজয় মুরালি ২৭ ও উমেশ যাদব ৩০ রান করেছেন। জনসন একাই ৪টি উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছেন ভারতের ব্যাটিং লাইনআপ। এ ছাড়া ২টি করে উইকেট নিয়েছেন স্টার্ক, হাজলেউড ও লায়ন। আর প্রথম ইনিংসে ৪০৮ রান করেছিল ভারত।১২৮ রানের লক্ষ্যে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ভারতের চোখ রাঙানী উপেক্ষা করে গন্তব্যের নাগাল পেতে কোনো সমস্যা হয়নি অস্ট্রেলিয়ার। ৬ উইকেট হারিয়েই লক্ষ্য টপকে গেছে তারা। সর্বোচ্চ ৫৫ রান করেছেন ক্রিস রজার্স। ৩টি উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা।প্রথম টেস্টে ভারতের নেতৃত্ব দিয়েছিলেন বিরাট কোহলি। ফলাফল হার। দ্বিতীয় টেস্টে নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি দায়িত্ব নিলেও জয়ের দেখা পায়নি ভারত। আসলে বিদেশের মাটিতে ধোনির টেস্ট জয়ের রেকর্ড আহামরি ভাল নয়। ২০১১ সালের পর উপমহাদেশের বাইরে ধোনির নেতৃত্বে ইংল্যান্ডে ৭টি, অস্ট্রেলিয়ায় ৪টি, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় ১টি করে টেস্টে হেরেছে ভারত।সংক্ষিপ্ত স্কোর :ভারত প্রথম ইনিংস : ৪০৮/১০ ; দ্বিতীয় ইনিংস : ২২৪/১০অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৫০৫/১০ ; দ্বিতীয় ইনিংস : ১৩০/৬ফল : অস্ট্রেলিয়া ৪ উইকেটে জয়ীম্যাচসেরা : স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া)