সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা-আলিপুর সড়কের ঢালীপাড়ায় ট্রাকচাকায় মাসুম বিল্লাহ (৫) নামে এক শিশু নিহত হয়েছে। এসময় স্থানীয়রা ট্রাকসহ ড্রাইভার রায়হানকে (২৫) আটক করে পুলিশে সোপর্দ করে। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত মাসুম বিল্লাহ ওই গ্রামের জাবের আলীর ছেলে। স্থানীয়রা জানান, মাসুম বিল্লাহ তার মায়ের সঙ্গে বাড়ির সামনে রাস্তার পাশে কাজ করছিল। ভোমরা-সাতক্ষীরাগামী একটি ট্রাক (নবাবগঞ্জ ট-০২-০০১২) মাসুম বিল্লাহকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জাগো নিউজকে জানান, ঘাতক ট্রাকসহ ড্রাইভারকে আটক করা হয়েছে। আকরামুল ইসলাম/এআরএ/পিআর