খেলাধুলা

বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি দেখব্নে যে টেলিভিশনে

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ১ জুন থেকে শুরু হবে জমজমাট এই আয়োজন। ক্রিকেটভক্তদের অনেকে এরইমধ্যে ভাবছেন কোথায় দেখব্নে খেলা। সেসব বাংলাদেশি ক্রিকেট অনুরাগীদের জন্য দারুণ সুখবর নিয়ে এসেছে নাগরিক টিভি।

Advertisement

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া ক্রিকেট টুর্নামেন্ট ঘরে বসে আরামে দেখা যাবে নাগরিক টেলিভিশনের পর্দায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের সবগুলোই ম্যাচের সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেলটি।

আগেই শোনা যাচ্ছিল, নাগরিক টেলিভিশন টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখাবে। আজ ২৩ মে তার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে তারা।

বৃহস্পতিবার দুপুরে নাগরিক টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক নাভিদুল হক বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ঘোষনা দেন। দুপুর ১২ টায় ঢাকাক্লাবের হামিদুর রহমান সিনহা লাউঞ্জে এ ঘোষণা দেন তিনি। নাভিদুল জানান, বাংলাদেশের একমাত্র টিভি চ্যানেল নাগরিক টেলিভিশনে টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখা যাবে।

Advertisement

সংবাদ সন্মেলনে নাগরিক টিভির হেড অব নিউজ দীপ আজাদ উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিনিয়র পরিচালক ও ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনুস, নারী ক্রিকেটের হেড অব অপারেশনস হাবিবুল বাশার সুমন ও পুরুষ জাতীয় দলের নির্বাচক হান্নান সরকারও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এআরবি/এমএইচ/জিকেএস