ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি সফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। সদর উপজেলা ছাত্রলীগ সভাপতিকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলায় বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের বারচালা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।এর আগে বুধবার বিকেলে সোয়া ৩টায় শহরের কামাপট্টি এলাকায় ছাত্রলীগ নেতা রাহাত মোল্লাকে কুপিয়ে গুরুতর জখম করে সফিকুর ইসলাম ও তার কর্মীরা। পরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আহত রাহাত বাদী হয়ে সফিকুলসহ ৮ জনের নাম উল্লেখ এবং ৪/৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহে আলম বলেন, সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত মোল্লাকে হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আতিকুর রহমান/এআরএ/এবিএস