দেশজুড়ে

পুলিশের সার্জেন্ট পরিচয় দিয়ে চাঁদাবাজি, যুবক গ্রেফতার

কুমিল্লায় চাঁদাবাজির অভিযোগে আবদুল হাসান চৌধুরী অপু (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নিজেকে পুলিশের সার্জেন্ট ও ট্রাফিক পরিদর্শকের ভাই বলে পরিচয় দিতেন বলে জানা গেছে।

Advertisement

শনিবার (২৫ মে) আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে শুক্রবার (২৪ মে) গভীর রাতে নগরীর মোগলটুলির এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জাগো নিউজকে বলেন, অপুর বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে ৮-৯টি মামলা রয়েছে। একটি চাঁদাবাজি ও হামলার মামলার ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার আদালতে সোপর্দ করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

নগরীর ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাকিল আহমেদ রানা বলেন, ‘অপু ও তার সহযোগীরা ৫ নম্বর ওয়ার্ডে যারাই নতুন বাড়ি নির্মাণ কিংবা সংস্কার করেন তাদের কাছে চাঁদা দাবি করেন। তারা আমার সঙ্গেও একই আচরণ করেছেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বুধবার (২২ মে) রাত ১১টার দিকে অপু ও তার সঙ্গীরা গাড়ি থামিয়ে আমাকে পিটিয়ে আহত করেন। এরপর থানায় অভিযোগ করলে, পুলিশ রাতে তাকে গ্রেফতার করে।’

Advertisement

তিনি আরও বলেন, ‘শুধু চাঁদাবাজিই নয়, অপু নিজেকে পুলিশের সার্জেন্ট পরিচয় দিতেন। তার থেকে বাড়ির নির্মাণ সামগ্রী কেনার জন্য চাপ প্রয়োগ করতেন। নির্মাণ সামগ্রী না কিনলে ট্রাক আটক করে তার পুলিশ পরিদর্শক ভাই জিয়াউল হক টিপুর কাছে নিয়ে যেতেন।’

ট্রাফিক পুলিশ পরিদর্শক জিয়াউল হক টিপু জাগো নিউজকে বলেন, অপু আমার আপন ছোট ভাই নয়। এলাকার ছোট ভাই। আত্মীয়স্বজনের সঙ্গে বাগবিতণ্ডা নিয়ে তার সঙ্গে ঝামেলা হয়েছিল। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

এ বিষয়ে কুমিল্লা সিটি মেয়র তাহসিন বাহার বলেন, অপু একজন চিহ্নিত চাঁদাবাজ। তার বিষয়ে অনেক অভিযোগ পেয়েছি। তাকে গ্রেফতার করার জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই। নগরীতে যারাই চাঁদাবাজি করার চেষ্টা করবে তাদের কোনও ছাড় দেওয়া হবে না।

কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান জাগো নিউজকে বলেন, অপুর বিরুদ্ধে ট্রাফিক সার্জেন্ট পরিচয় দেওয়ার অভিযোগ রয়েছে। তার ভাই ট্রাফিক পরিদর্শক কি-না এটি আমার জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

জাহিদ পাটোয়ারী/এনআইবি/জেআইএম