সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য গঠিত বেতন ও চাকরি সংক্রান্ত পে-কমিশনের প্রতিবেদন দাখিল করা হবে রোববার। শনিবার অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে।অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মো. শাহেদুর রহমান জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য গঠিত বেতন ও চাকরি কমিশনের প্রতিবেদন আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে দাখিল করার কথা থাকলেও অর্থমন্ত্রী বিদেশে থাকায় তা সম্ভব হয়নি।রোববার সকাল ৯টায় সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে রিপোর্টটি তুলে দেবেন কমিশনের চেয়ারম্যান ও বাংলাদেশে ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন।গত বছরের ২৪ নভেম্বর দেশের ১৩ লাখ সরকারি চাকরীজীবীর জন্য ১৭ সদস্যবিশিষ্ট ‘জাতীয় বেতন ও চাকরি কমিশন-২০১৩’ গঠন করে অর্থ মন্ত্রণালয়। ১৭ ডিসেম্বর থেকে এ কমিশন কার্যকর হয়। কমিশনকেছয় মাসের (১৭ জুন) মধ্যে সুপারিশ সংবলিত একটি প্রতিবেদন তৈরির দায়িত্ব দেওয়া হয়। পরে কমিশনের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়।জানা গেছে, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নী প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা নতুন বেতন কাঠামোর আওতায় আসবে।