ঝিনাইদহের মহেশপুরে একটি বাড়ি থেকে শাহজাহান মণ্ডল (৬০) নামের এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৯ মে) বেলা ১১টার দিকে উপজেলার বেলেমাঠ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শাহজাহান মণ্ডল ওরফে শাহজাহান ফকির মান্দারবাড়িয়া ইউনিয়নের বেলে মাঠপাড়ার আকালে মণ্ডলের ছেলে।
নিহতের স্ত্রী নিমি বেগম বলেন, ‘আমার স্বামী তরিকামনা (তরিকাপন্থি) লোক হওয়ায় মাঝে মধ্যে বিভিন্ন স্থান থেকে লোকজন তার কাছে আসে। গতকাল রাতে দুজন লোক এসেছিল। রাত গভীর হলে তারা আমাকে অন্য ঘরে আটকিয়ে রেখে আমার স্বামীকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। সকালে ঘরের জ্বানালা ভেঙে বের হয়ে এসে প্রতিবেশীদের বিষয়টি জানাই।’
শাহজাহান মণ্ডল ফকির আল চিশতিয়া নিজামীর অনুসারী ছিলেন বলে জানা গেছে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। শোবার ঘরে বিছানার ওপর মরদেহটি গলাকাটা অবস্থায় পাওয়া যায়।
তিনি আরও বলেন, জড়িতদের আটকের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
আব্দুল্লাহ আল মাসুদ/এসআর/জিকেএস