ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আটটি ইউনিয়নের প্রত্যেকটি কেন্দ্রেই নারী ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। প্রচণ্ড গরম উপেক্ষা করে রোদের ভেতর লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন সব বয়সী নারীরা। জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে নারীদের ভোটের মূল্য এখন অনেক। তাই নারী ভোটারদের খুশি রাখতে ব্যস্ত প্রার্থী ও তার সমর্থকরাও।শনিবার সকাল থেকেই ৩য় ধাপের নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ব্যাপক। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতিও বাড়তে থাকে। এছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য র্যাব, পুলিশ, আনসারসহ ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও।তবে লাইনে দাঁড়িয়ে থাকা নারী ভোটাররা অভিযোগ করে বলেন, তারা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছেন। লাইন খুব ধীর গতিতে এগোচ্ছে।বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা প্রতুল চন্দ্র সাহা বলেন, মহিলারা ভোট দিতে দেরি করেন তাই তাদের একটু ভোগান্তী হচ্ছে। মহিলা ভোটারদের সহযোগিতা করে দ্রুত ভোট নিতে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি। জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জানান, আমরা সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু করেছি। সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।এস.এম.তরুন/এফএ/এমএস