মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর দাখিল মাদরাসা কেন্দ্রে জাল ভোট দেয়ার চেষ্টার অপরাধে তিন কিশোরের চার হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ওই তিন কিশোর জাল ভোট দেয়ার জন্য লাইনে অবস্থান করার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের আটক করেন।অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন-পিরোজপুর গ্রামের সামাদ হোসেন (১২), সাগর হোসেন (১২) ও সাজু আহম্মেদ (১১)। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী জানান, পিরোজপুর ইউনিয়নের পিরোজপুর দাখিল মাদরাসা কেন্দ্রে ভোটাররা ভোট প্রদানের জন্য লাইনে অপেক্ষমাণ ছিলেন। এর মধ্যে ওই তিন যুবকের বয়সের বিষয়টি সন্দেহ হলে তাদের আটক করা হয়। আটকের পর তারা জাল ভোটের বিষয়ে স্বীকারোক্তি দেয়। ভ্রাম্যমাণ আদালত তাদের দণ্ডবিধির ১৭১ এর (চ) ধারায় দোষী সাব্যস্ত করে তিনজনকে ৪ হাজার ৫শ` টাকা করে জরিমানা করে। জরিমানার অর্থ পরিশোধ সাপেক্ষে তাদের মুক্তি দেয়া হয়েছে।আতিকুর রহমান টিটু/এসএস/এবিএস