শেরপুর সদর উপজেলার ঘিনাপাড়া ইউনিয়নে ইবতেদায়ি মাদরাসা কেন্দ্রে জাল ভোট দেয়ার চেষ্টাকালে তিন জনকে আটক করে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় একই কেন্দ্রে বিনা অনুমতিতে মটরসাইকেল নিয়ে প্রবেশ করার অভিযোগে অপর একজনকেও ৫শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জরিমানা আদায়ের পর তাদের ছেড়ে দেয়া হয়। জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা এ জরিমানা আদায় করেন।এদিকে চরশেরপুর ইউনিয়নের হেরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীর সমর্থকরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৭ রাউন্ড রাবার বুলেট ছোড়ে পুলিশ। এসময় একজন আহত হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করলেও পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল ওয়ারিশ এ অভিযোগ অস্বিকার করে পুলিশ রাবার বুলেট ছুড়েছে বলে নিশ্চিত করেন।এছাড়াও কামারের চর ইউনিয়নের সাহাবদি চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আ.লীগ প্রার্থীর সমর্থকরা ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করলে পুলিশ ১০ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে। জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোখলেসুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।হাকিম বাবুল/এফএ/এবিএস