গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি থেকে কাশিমপুর পর্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক কয়েক বছর ধরে প্রায় চলাচল অনুপযোগী হয়ে পড়ে আছে। সড়কটি সংস্কারের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাসিন্দারা।
মঙ্গলবার (৪ জুন) সকাল থেকে রাস্তার দুপাশে কয়েকশ মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, রাস্তারটির দুপাশে দেশের বড়বড় শিল্প গ্রুপের অনেক কারখানা রয়েছে। এছাড়া ছোট বড় শতাধিক শিল্প-কলকারখানা আছে। গুরুত্বপূর্ণ এ রাস্তা দিয়ে আমদানি-রপ্তানির পণ্য বহনকারী কভার্ডভ্যান, পিকআপ, লড়ি, বড় বড় ট্রাকসহ শত শত ইজিবাইক চলাচল করে। জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার পোশাকশ্রমিকরা জীবিকার তাগিদে প্রতিদিন এ রাস্তায় যাতায়াত করেন।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা জানান, কোনাবাড়ি বাস স্ট্যান্ড থেকে কাশিমপুর সুরাবাড়ি পর্যন্ত সাত কিলোমিটারেরও বেশি রাস্তাটি দেড় যুগেরও বেশি সময় ধরে বেহাল দশায় পরণিত হয়েছে। প্রায় সাত বছর পূর্বে জাইকার অর্থায়নে গাজীপুর সিটি করপোরেশন ১৬ কোটি টাকারও অধিক ব্যয়ে রাস্তারটি সংস্কার করা হলেও পরে তা আর সংস্কার করা হয়নি। এ কারণে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন এ এলাকার প্রায় ১০ লাখ মানুষ। এজন্য অবিলম্বে রাস্তাটি সংস্কার করা প্রয়োজন।
মানববন্ধনে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানার ৯নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন থানা আওয়ামী লীগের সহ-সভাপতি সোলায়মান মিয়া, যুব মহিলা লীগের নেত্রী কামরুন্নার যুথি, শ্রমিকলীগ নেত্রী আঁখি আক্তার, শ্রমিকলীগ নেতা সেলিম সরকার, কোনাবাড়ী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নওফিল আজাদ প্রমুখ।
এসময় বক্তরা আরও জানান, সড়কটি ৬০ ফুট প্রশস্ত করা হবে বলে সড়কটি মেরামত করা হচ্ছেনা জানা গেছে। কিন্তু রাস্তা প্রশস্ত হোক এটা সবাই চায়। তবে মানুষের চলাচল করার জন্য অন্তত পক্ষে রাস্তাটি দ্রুত সংস্কার করা খুবই জরুরি।
সিটি করপোরেশন সূত্র জানায়, এ রাস্তাটি ৬০ ফুট প্রশস্ত হবে এজন্য জমি অধিগ্রহণ চলছে। অধিগ্রহণ শেষ হলে শীঘ্রই রাস্তাটির কাজ শুরু হবে।
এ ব্যাপারে সড়কটি প্রকল্প পরিচালক ও গাজীপুর সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আকবর হোসেনের মেবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।
মো. আমিনুল ইসলাম/এনআইবি/এমএস