দেশজুড়ে

পায়ে শিকল নিয়ে ভোট দিলেন হানিফা

প্রায় ৩ বছর ধরে মানসিক ভারসম্যহীন হানিফা (৩৫)। চোখের সামনে কাউকে দেখলেই মারধর করেন তিনি। এ কারণে তার দুই পা শিকল দিয়ে বাঁধা। ওই অবস্থায়  হানিফার বায়না তিনি ইউনিয়ন পরিষদ নিবার্চনে ভোট দেবেন। তার এই বায়না মেটাতেই পরিবারের লোকজন শিকল বাঁধা অবস্থায় তাকে নিয়ে হাজির হয় ভোটকেন্দ্রে। অবশেষে ভোট দিতে পেরে দারুন খুশি হানিফা।শনিবার তৃতীয় দফার ইউপি নিবার্চনে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার আফজাল উদ্দিন ভোকেশনাল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এমন দৃশ্য দেখা গেছে।হানিফার ছোট ভাই রেজাউল জানান, প্রায় বছর তিনেক আগে কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের জামিরবাড়ি গ্রামের হানিফার স্ত্রী সংসার ছেড়ে চলে গেলে তিনি অসুস্থ হয়ে পড়েন। দিনের পর দিন মানসিক রোগে আক্রান্ত হয়ে পাগলের মতো আচরণ করতে থাকেন। ফলে শুধু বাড়ির লোকজনকে নয়, পাড়া-প্রতিবেশীদের যাকেই সামনে পান তাকেই মারধর করেন হানিফা। এতে চিকিৎসার ব্যবস্থা নিয়েও অবস্থার কোনো উন্নতি না হওয়ায় বাধ্য হয়েই তার পা দুটি শিকলে বেঁধে রাখে পরিবারের লোকজন। এই অবস্থায় শনিবার সবাই যখন ভোট দিতে কেন্দ্রে আসে, তখন শিকলে বাঁধা হানিফাও ভোট দেয়ার ইচ্ছা প্রকাশ করে। আর তাই ওই অবস্থায় তাকে কেন্দ্রে নিয়ে ভোট দেয়ার ব্যবস্থা করেন বলে জানান ছোট ভাই রেজাউল।ভোটদান শেষে জানতে চাইলে পায়ে শিকল বাঁধা হানিফা জানান, ভাইয়ের সহযোগিতায় ভোট নৌকায় দিলাম। তাই এখন খুব ভালো লাগছে।    রবিউল হাসান/এমএএস/আরআইপি