ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় তৃতীয় ধাপে ৮ ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এখানে আটটি ইউনিয়নের পাঁচটিতে আওয়ামী লীগ, দুইটিতে বিএনপি প্রার্থী এবং একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন।নির্বাচিতরা হলেন- ঘোষপুরে নৌকা প্রতীকের আওয়ামী লীগ প্রার্থী এসএম ফারুক হোসেন, শেখর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইসরাফিল মোল্লা, চতুলে আওয়ামী প্রার্থী শরিফ সেলিমুজ্জামান, পরমেশ্বদীতে আওয়ামী লীগ প্রার্থী নুরুল আলম মিনা মুকুল, গুনবহা ইউনিয়ন থেকে বিএনপি প্রার্থী সিরাজুল ইসলাম, রুপাপাত ইউনিয়নে আজিজুর রহমান মোল্যা, সাতৈর থেকে আওয়ামী লীগ প্রার্থী মো. মুজিবুর রহমান এবং বোয়ালমারী সদর থেকে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি প্রার্থী আতিয়ার রহমান চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন।জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জানান, আটটি ইউনিয়ন নির্বাচনে ৭০ শতাংশের বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাব, আনসার ও তিন প্লার্টুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করে।বোয়ালমারী উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৩৬ জন, সংরক্ষিত নারী আসনে ৭৫ জন এবং পুরুষ সাধারণ সদস্য পদে সর্বমোট ২৪৯ জন প্রার্থী নির্বাচনে অংশ নেয়। এস.এম. তরুন/এসএস/এমএস