দেশজুড়ে

তালতলীতে মায়ের বিরুদ্ধে মেয়ে হত্যার অভিযোগ

বরগুনার তালতলী উপজেলার পচাঁকোড়ালিয়া গ্রামে সুমাইয়া নামে এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে তার স্বজনদের দাবি, তাকে হত্যা করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।নিহত সুমাইয়া মালয়েশিয়া প্রবাসী মো. সেফাজ উদ্দিন খাঁনের মেয়ে। সে চরকগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।নিহতের চাচা জানান, সকাল সারে ১০টার দিকে সুমাইয়ার মা রাশিদা বেগম তাদের ঘর থেকে মেয়েকে কোলে তুলে পার্শ্ববর্তী তোফাজ্জেল মৃধা ও কবির খানের কাছে নিয়ে যায় এবং বলে ঘরের খাট থেকে পড়ে অজ্ঞান হয়ে পড়েছে। তাৎক্ষণিকভাবে তাকে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. তাপস চন্দ্র মন্ডল সুমাইয়াকে মৃত্যু ঘোষণা করেন।আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার গৌরাঙ্গ হাজরা জানান, শিশুটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে। আর এই শিশুর মৃত্যু নিয়ে এলাকায় ধুম্রজাল সৃষ্টি হয়েছে।সুমাইয়ার চাচা শুক্কুর আলী খান ও জসিম উদ্দিন টিপু দাবি করেন, সুমাইয়াকে তার মা রাশিদা বেগম পরিকল্পিতভাবে হত্যা করেছে। এ বিষয়ে তালতলী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের আগে সঠিকভাবে কিছু বলা যাচ্ছে। সাইফুল ইসলাম মিরাজ/এআরএ/পিআর