দক্ষিণ গাজার কিছু অংশে দৈনিক ১১ ঘণ্টা সামরিক কর্মকাণ্ড বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। ত্রাণ সরবরাহ অব্যাহত রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব কর্তৃপক্ষ। এর আগে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো অবরুদ্ধ গাজায় ভয়াবহ মানবিক সংকটের কথা জানায়।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় অভিযান চলবে। তবে যে রাস্তাটি কেরেম শালোম অতিক্রম করে সালাহ আল-দিন রাস্তা ও তারপর উত্তর দিকে গেছে সেখানে সামরিক কর্মকাণ্ড বন্ধ থাকবে।
আরও পড়ুন>
রাফায় তুমুল লড়াই, একদিনে ৮ ইসরায়েলি সেনা নিহত গাজাবাসীকে কোরবানিও করতে দিচ্ছে না ইসরায়েলবলা হয়েছে, পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত সামরিক পদক্ষেপ বন্ধ থাকবে।
গত আট মাসের বেশি সময় ধরে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধবিরতির ক্ষেত্রে আন্তর্জাতিক চাপ থাকলেও দুই পক্ষই তা উপেক্ষা করছে।
এদিকে শনিবার (১৫ জুন) একদিনে ৮ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, নিহত সেনারা একটি সাঁজোয়া যানের মধ্যে অবস্থান করছিলেন। কিন্তু হঠাৎ এটিতে বিস্ফোরণ ঘটে। খুব সকালের দিকে পশ্চিম রাফায় এই ঘটনা ঘটে।
সূত্র: রয়টার্স
এমএসএম