দেশজুড়ে

মাদারীপুর সদর হাসপাতালে ধর্মঘট : রোগীদের দুর্ভোগ

চিকিৎসককে মারধর ও লাঞ্ছিত করার প্রতিবাদে আজ চর্তুথ দিনের মত মাদারীপুর সদর হাসপাতালে ধর্মঘট চলছে। ধর্মঘটে চিকিৎসক, নার্স ও কর্মচারীরা সব ধরনের স্বাস্থ্যসেবা বন্ধ রেখেছেন। ফলে ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। হাসপাতালে ভর্তি হওয়া অনেক রোগী স্বাস্থ্যসেবা না পেয়ে হাসপাতাল ছেড়ে চলে গেছেন। অনেকেই আবার অধিক খরচে প্রাইভেট ক্লিনিকে ভিড় জমাচ্ছেন। গত বৃহস্পতিবার রাতে এক বৃদ্ধা রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসক খোন্দকার মাইনুল হাসানকে মারধর ও লাঞ্ছিত করে রোগীর স্বজনরা। এরপর শুক্রবার সকাল ৮টা থেকে দোষীদের গ্রেফতারের দাবি ও হাসপাতালে সার্বক্ষণিক পুলিশি পাহারার দাবিতে এ ধর্মঘটের ডাক দেয় চিকিৎসক, নার্স ও কর্মচারীরা।মাদারীপুর সদর হাপাতালের আবাসিক মেডিকেল অফিসার শশাঙ্ক ঘোষ বলেন, দোষীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। প্রশাসন যত দ্রত দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করবে, আমরা তত দ্রুত আমাদের ধর্মঘট প্রত্যাহার করব।এদিকে, ধর্মঘটের প্রতিবাদে সোমবার সকালে সংবাদ সম্মেলন করেছে ওই ভুক্তভোগী পরিবার। সেই সঙ্গে দোষী চিকিৎসকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান।নাসিরুল হক/এসএস/এমএস