ঝালকাঠি সদর উপজেলার ৯টি এবং কাঠালিয়া উপজেলার ৬টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী। শপথ গ্রহণ শেষে ইউপি চেয়ারম্যানদের অনুভূতি ব্যক্ত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান, পৌর আওয়ামী লীগ সভাপতি ও মেয়র লিয়াকত আলী তালুকদার। ইউপি চেয়ারম্যানদের মধ্যে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন- সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সাইফুল ইসলাম খান, কাঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান মাহমুদ হাসান রিপন। এ সময় অরিক্তি জেলা প্রশাসক সার্বিক মো. জাকির হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুণ কর্মকার উপস্থিত ছিলেন। আতিকুর রহমান/এসএস/এমএস