বগুড়ার আদমদীঘিতে বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে ডুবে রিয়াদ হাসান (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কুন্দগ্রামে এ দুর্ঘটনা ঘটে। রিয়াদ ওই গ্রামের জাকারিয়ার ছেলে।
শিশু রিয়াদের বড় ভাই জিয়াদ হাসান জানান, সকালে তাদের বাড়ির পাশের পুকুর পাড়ে কয়েকজন শিশুর সঙ্গে ফুটবল খেলছিল রিয়াদ। একপর্যায়ে অসাবধানতাবশত সে পুকুরে পড়ে যায়। অন্য শিশুরা দৌড়ে গিয়ে পরিবারটি বিষয়টি জানায়। পরে তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আদমদীঘি থানার পরিদর্শক (তদন্ত) ময়েন উদ্দিন বলেন, বিষয়টি আমাদের কেউ জানাননি।
এসআর/জিকেএস