টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদপুর ইউনিয়নে মাটিচাপা দিয়ে নুরুল হক মোলা (৭০) নামে এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এক নারীসহ চারজনকে আটক করেছে র্যাব-১২।সোমবার দুপুরে ইউনিয়নের ধুলপুর গ্রামের একটি আখ ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে র্যাব। নিহত নুরুল হক মোলা মাহমুদপুর ইউনিয়নের কুকুরিয়া গ্রামের বাসিন্দা।নিহতের ছেলে মো. সোহেল মিয়া জানান, রোববার রাতে একই এলাকার রাজ্জাক বাবাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ। সোমবার র্যাব-১২ খবর পেয়ে ওই এলাকায় গিয়ে রাজ্জাক, শুকুর, হেলাল ও মর্জিনাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে তারা বৃদ্ধ নুরুল ইসলামকে মাটিচাপা দেয়ার কথা স্বীকার করে। এরপর র্যাব আটকদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে মাটির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে।এ ব্যাপারে টাঙ্গাইল র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মো. মহিউদ্দিন ফারুকী জানান, এ ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা এবং কি কারণে তাকে হত্যা করা হয়েছে জানতে আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরিফ উর রহমান টগর/এআরএ/পিআর