দেশজুড়ে

আচরণবিধি লঙ্ঘনের অপরাধে টাঙ্গাইলে ২ প্রার্থীর জরিমানা

টাঙ্গাইলের দেলদুয়ারে আচরণবিধি লঙ্ঘনের অপরাধে দুই প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রবীন্দ্র চাকমা এ জরমিানা করেন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আচরণবিধি লঙ্ঘনের অপরাধে বিকেলে লাউহাটি ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী গোলাম ফারুক পান্নাকে ১৫০০ ও ডুবাইল ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফজলুল করিমকে দুই হাজার টাকা করে মোট সাড়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়।আরিফ উর রহমান টগর/এআরএ/পিআর