দেশজুড়ে

লাইসেন্স না থাকায় ক্যাবল অপারেটরকে জরিমানা

ফেনী শহরের শাহীন একাডেমি সড়ক এলাকায় অবৈধ ক্যাবল অপারেটরদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

শুক্রবার (২৮ জুন) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ এ অভিযান পরিচালনা করেন।

এসময় লাইসেন্স না থাকায় খন্দকার এন্টারপ্রাইজ নামের এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ বলেন, অবৈধ ক্যাবল অপারেটররা লাইসেন্স না নিয়ে ব্যবসা করায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসময় বাংলাদেশ টেলিভিশন নোয়াখালী উপকেন্দ্রের লাইসেন্স পরিদর্শক আকরাম উল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/জিকেএস