টাঙ্গাইল জেলা সমিতির নির্বাচন গত শনিবার অনুষ্ঠিত হয়। ঢাকায় নিকুঞ্জে টাঙ্গাইল জেলা সমিতি ঢাকা'র নিজস্ব ভবনে অনুষ্ঠিত নির্বাচনে ড. ইব্রাহীম হোসেন খান সভাপতি ও সাধারণ সম্পাদক এডভোকেট এ. এফ. এম. রেজাউল করিম হিরণ বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে ড. ইব্রাহীম হোসেন খান পেয়েছেন ৫১৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মনছুরুল আলম হীরা পেয়েছেন ৪৫ ভোট। সাধারণ সম্পাদক পদে এ. এফ. এম. রেজাউল করিম হিরণ পেয়েছেন ৪৮৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নজরুল ইসলাম পেয়েছেন ৭৫ ভোট। এছাড়াও ইব্রাহীম-হরিণ পরিষদের সকলেই বিপুল ভোটে জয় লাভ করেন।
বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে অনুষ্ঠিত নির্বাচনে মোট ৯১২ ভোটারের মধ্যে ৫৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সমিতির সদস্যদের ছাড়াও নির্বাচনকে কেন্দ্র করে বিপুল সংখ্যক টাঙ্গাইলবাসী উপস্থিত ছিলেন।
এদিকে ৭৯ জনের কমিটির ৯ জনই নির্বাচিত হয়েছেন বিনাপ্রতিদ্বন্দ্বিতায়।
এইচআর/জেআইএম