পাবনার সাঁথিয়ায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (সর্বহারা) ২ ক্যাডারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ তাদের গ্রেফতার করে সাঁথিয়া থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন, জেলার আটঘরিয়া উপজেলার চাঁচকিয়া গ্রামের মৃত নওজেশ ওরফে নরজেম আলীর এর ছেলে হানিফ মোল্লা (৩৫) এবং একই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আব্দুল জব্বার এর ছেলে মুন্নাফ আলী (৪৫)।সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, গ্রেফতার হানিফ এবং মুন্নাফ পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (সর্বহারা) ক্যাডার। তাদের বিরুদ্ধে আতাইকুলা এবং সাঁথিয়া থানায় হত্যা ও গুমসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে। ওসি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে সাঁথিয়া উপজেলার পিড়াহাটি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল এবং ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।একে জামান/এফএ/পিআর