দেশজুড়ে

সখীপুরে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা-স্ত্রী গ্রেফতার

টাঙ্গাইলের সখীপুরে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আল আমীন খান (৩০) ও তার স্ত্রী নাসরিন আক্তারকে (২৫) গ্রেফতার করেছে উপজেলা পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার কচুয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আল-আমীন খান উপজেলার কালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও আড়াইপাড়া গ্রামের মোফাচ্ছেল খানের ছেলে। এ ব্যাপারে সখীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ বলেন, গ্রেফতারকৃত ওই দম্পতি দীর্ঘদিন ধরে সখীপুরসহ বিভিন্ন এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। আরিফ উর রহমান টগর/এফএ/আরআইপি