দেশজুড়ে

অষ্টমবারের মতো ইউপি চেয়ারম্যান মোবারেক মল্লিক

১৯৭৭ সালে মাত্র ২৮ বছর বয়সে প্রথম ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। সর্বশেষ গত ২২ মার্চ অনুষ্ঠিত ইউপি নির্বাচনে অষ্টমবারের মতো বিপুল ভোটে জয়ী হন মোবারেক মল্লিক। ২৫ মার্চ রোববার ঝালকাঠি জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরীর কাছ থেকে শপথ নিয়ে পুনরায় দায়িত্ব গ্রহণ করেন তিনি। মঙ্গলবার সদর উপজেলার ১০৮ জন সদস্যকে শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ২৮ বছর বয়সে তরুণ বয়সে ১৯৭৭ সালে নির্বাচনে জয়ী হবার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি কখনো। এভাবে টানা আটবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে রেকর্ড করেছেন ঝালকাঠির বাসন্ডা ইউনিয়নের নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোবারেক হোসেন মল্লিক। এখন তার বয়স ৬৭ বছর। জনপ্রতিনিধির পাশাপাশি একজন সফল রাজনীতিবিদও তিনি। রয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদকের দায়িত্বে। ইউনিয়নের প্রতিটি মানুষের কাছেই প্রিয় এই মোবারেক হোসেন মল্লিক। মুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনীতিক ও জনপ্রতিনিধি হওয়ায় সর্বক্ষেত্রেই তাকে বিশেষ মর্যাদা প্রদান করা হয়।বাসিন্দাদের সঙ্গে আলাপকালে জানা গেছে, ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়নের পাশাপাশি প্রতিটি মানুষের নিয়মিত খোঁজ-খবর রাখেন তিনি। শাসক নন, জনগণের সেবক হয়ে কাজ করেন। যে জন্য সবার কাছে প্রিয় তিনি। এলাকায় মাদক নির্মূল থেকে শুরু করে যে কোনো অনৈতিক কাজ প্রতিরোধে সামনে থেকে নেতৃত্ব দেয়ার কারণে সবার প্রিয় ‘মোবারেক মল্লিক ভাই’।এ ব্যাপারে নব-নির্বাচিত চেয়ারম্যান মোবারেক হোসেন মল্লিক জানান, জনগণের সেবার ব্রত নিয়ে জীবনের প্রথম থেকে কাজ করছি। এখনো করছি, সব সময় করে যাবো।আতিকুর রহমান/এআরএ/আরআইপি