দেশজুড়ে

নেত্রকোনায় পৃথক ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন

নেত্রকোনায় ধর্ষণ মামলায় ফারুক মিয়া (৩৩) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। বুধবার সন্ধ্যায় আসামির অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. একেএম আবুল কাশেম। রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) জিএম খান পাঠান বিমল জানান, ২০০৯ সালের ১০ জুন বিকেলে কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নের জিগাতলা পূর্বপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে ফারুক তার এক প্রতিবেশীর মেয়েকে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতার মা পরের দিন সংশ্লিষ্ট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে পুলিশ একই বছরের ১২ অক্টোবর আদালতে আসামির বিরুদ্ধে চার্জশিট জমা দেয়। দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ বিচারক বুধবার তার বিরুদ্ধে রায় ঘোষণা করেন। এদিকে একই আদালতে অন্য এক ধর্ষণ মামলায় আমির হামজা (৩৫) নামে অপর এক ব্যক্তিকেও যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এসময় তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। বুধবার সন্ধ্যায় আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. একেএম আবুল কাশেম। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল হান্নান রঞ্জন জানান, ২০০৮ সালের ১০ অক্টোবর কলমাকান্দা উপজেলার লেংগুরা ইউনিয়নের জিগাতলা পূর্বপাড়া গ্রামের এলাহি বক্সের ছেলে আমির তার প্রতিবেশীর স্ত্রীকে (৩৮) ধর্ষণ করে। পরে ১৩ অক্টোবর থানায় একটি ধর্ষণ মামলা করা হয়। পরবর্তীতে পুলিশ একই বছরের নভেম্বর মাসের ১২ তারিখে আদালতে আসামির বিরুদ্ধে চার্জশিট জমা দেন।কামাল হোসাইন/এফএ/আরআইপি