পাবনার চাটমহোর রেল স্টেশনে ঈশ্বরদী থেকে ঢাকাগামী ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেসে উঠতে গিয়ে পা পিছলে রেলে কাটা পড়ে আবু হাসান সরকার ওরোফে আফসাল (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে।নিহত আবু হাসান সিরাজগঞ্জের নওপৌর উল্লাপাড়ার মৃত ওয়াহেদ আলীর ছেলে। প্রতক্ষ্যদর্শীরা জানান, আবু হাসান ঈশ্বরদী থেকে ঢাকাগামী ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেসে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যান। এসময় রেলের চাকায় তার দুটি পাই কাটা পড়ে। পরে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।বর্তমানে তার মরদেহ সিরাজগঞ্জের জিআরপি থানায় নিয়ে যাওয়ার প্রকৃয়া চলছে। এঘটনায় সিরাজগঞ্জ জিআরপি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।আখতারুজ্জামান আখতার/এফএ/আরআইপি