দেশজুড়ে

বাংলাদেশকে অকার্যকর জঙ্গিরাষ্ট্র বানাতে চেয়েছিল বিএনপি-জামায়াত

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে কোটা আন্দোলনের সুযোগ নিয়ে জামায়াত-বিএনপি-শিবির ধ্বংসযজ্ঞ চালিয়েছে। বিশ্বের কাছে বাংলাদেশকে একটি অকার্যকর জঙ্গিরাষ্ট্র বানাতে চেয়েছিল এই বিএনপি-জামায়াত।

রোববার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ ইকবালুর রহিম বলেন, যারা এই অরাজকতা সৃষ্টি করেছেন, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। নাশকতাকারীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। সর্বক্ষেত্রে সচেতনতামূলক সভা-সমাবেশ সৃষ্টি করতে হবে। মাদরাসা, স্কুল, কলেজের নতুন প্রজন্মদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ করতে সচেতনতামূলক কাজ করতে হবে।

দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এটিএম নুরুজ্জামান, সেনাবাহিনীর ২০ বীর অধিনায়ক লে. কর্নেল মো. রওশনুল ইসলাম, ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহসান উল ইসলাম, দিনাজপুর সিভিল সার্জন ডা. বোরহান উল ইসলাম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) আব্দুল্লাহ আল মাসুম, সাবেক এমপি সুলতানা বুলবুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, দিনাজপুর পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব আলী দুলাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোকাদ্দেস হোসেন বাবলু, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারকুজ্জামান চৌধুরী মাইকেল, দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি রবিউল ইসলাম রবি প্রমুখ।

এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

এমদাদুল হক মিলন/এসআর/এমএস