কোটা সংস্কার আন্দোলনে হবিগঞ্জের বাহুবলে নাশকতার অভিযোগে করা মামলায় হাবিবুর রহমান নামে এক কলেজশিক্ষককে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টায় শায়েস্তাগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হাবিবুর রহমান উপজেলার চারগাঁও প্রকাশিত হাফিজপুর গ্রামের আব্দুল হাশিমের ছেলে। তিনি মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক। পরে তাকে বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, হাবিবুর রহমান পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলার আসামি।
গত ২০ জুলাই কোটা বিরোধী আন্দোলন চলাকালে স্থানীয় মিরপুর বাজারে পুলিশের ওপর হামলার অভিযোগে থানার উপপরিদর্শক (এসআই) শুভ্র চন্দ্র দাস বাদী হয়ে ৮৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। প্রভাষক হাবিবুর রহমান ওই মামলার এজাহার নামীয় আসামি।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমএএইচ/