ঝালকাঠির রাজাপুর উপজেলার ৬ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী। শপথ গ্রহণ শেষে ইউপি চেয়ারম্যানদের অনুভূতি ব্যক্ত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, অতিরক্তি জেলা প্রশাসক সার্বিক মো. জাকির হোসেন, রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সাদিকুর রহমান, ভাইসচেয়ারম্যান জাকারিয়া সুমন ও আফরোজা আক্তার লাইজু।আতিকুর রহমান/এফএ/আরআইপি