হবিগঞ্জে সরকারঘোষিত শোক কর্মসূচি প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা। তারা চোখে ও মুখে লাল কাপড় বেঁধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতের ঘটনার প্রতিবাদ জানান।
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ১২টায় শহরের বসন্ত কুমারী গোপাল চন্দ্র (বিকেজিসি) সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ছাত্রীরা এ কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে বসন্ত কুমারী গোপাল চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ছাড়াও হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ, হবিগঞ্জ শচীন্দ্র কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীরা অংশ নেন।
এসময় তাদের হাতে ‘মোর ছাওয়ালকে মারলু ক্যানে?’, ‘প্রিয় ফুল খেলবার দিন নয়’, ‘অদ্য ধ্বংসের মুখোমুখী আমরা’ লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। তবে কর্মসূচিতে তাদের কোনো বক্তৃতা পর্ব ছিল না।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসআর/এমএস