জাতীয়

যাত্রাবাড়ী থানা পুড়ে ছাই, যে যা পারছেন নিয়ে যাচ্ছেন

রাজধানীর যাত্রাবাড়ী থানায় হামলা হয়েছে। থানার ভেতরের জিনিসপত্র পুড়ে ছাই হয়েছে গেছে। এখনো বের হচ্ছে ধোঁয়া। মঙ্গলবার (৬ আগস্ট) সকালে এসব চিত্র দেখতে সেখানে শত শত মানুষের ভিড় দেখা গেছে।

আরও পড়ুন: বাংলাদেশকে শান্ত থাকার আহ্বান আমেরিকার, সেনাবাহিনীকে স্যালুটঅন্তর্বর্তীকালীন সরকারে ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা চান সমন্বয়করাখালেদা জিয়াসহ সব রাজনৈতিক বন্দিকে মুক্তি দেওয়া হবে: রাষ্ট্রপতি

এদিকে, এখনো থানার ভেতর থেকে ধোঁয়া উড়ছে। সড়কে কয়েকজন পুলিশ সদস্যের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। আবার থানার ভেতরে ঢুকে যে যা পারছেন নিয়ে যাচ্ছেন। অনেকে পুড়ে যাওয়া গাড়িগুলো থেকে যন্ত্রপাতি খুলে নিয়ে যাচ্ছে।

গতরাতে আন্দোলনকারীদের সংঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছিল। সকালে থানার সামনে ইউনিফর্মধারী দুইজন পুলিশের লাশ পড়ে থাকতে দেখা গেছে।

আরএমএম/এসএনআর/জেআইএম