দেশজুড়ে

ইউপি নির্বাচন : ঈশ্বরদীতে আ.লীগ-বিএনপির প্রার্থী চূড়ান্ত

আগামী ২৮ মে অনুষ্ঠিতব্য ঈশ্বরদীর ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। বিএনপি তৃণমূলের ভোটে প্রার্থী বাছাই করলেও আওয়ামী লীগ তা করেনি। আওয়ামী লীগ প্রার্থী মনোনয়ন দিয়েছে। আওয়ামী লীগের দলীয় প্রার্থী করা হয়েছে-পাকশীতে এনামুল হক বিশ্বাস, লক্ষ্মীকুন্ডায় আনিছুর রহমান শরিফ, সাহাপুরে মতলেবুর রহমান মিনহাজ, ছলিমপুরে আব্দুল মজিদ বাবলু মালিথা, দাশুড়িয়ায় বকুল সরদার, মুলাডুলিতে সেলিম মালিথা, সাঁড়ায় এমদাদুল হক রানা সরদার।বিএনপির প্রার্থীরা হলেন- পাকশীতে জাকিউল ইসলাম তপন সরদার, লক্ষ্মীকুন্ডায় নুরুন্নবী বিশ্বাস নুন্নু, সাহাপুরে নেফাউর রহমান রাজু, ছলিমপুরে শাহরিয়ার আহমেদ শহীদ সরদার, দাশুড়িয়ায় আমিনুল ইসলাম কেনেডি, মুলাডুলিতে সিরাজুল ইসলাম সরদার ও সাঁড়ায় আক্কাস আলী। আলাউদ্দিন আহমেদ/এসএস/পিআর