দেশজুড়ে

রাজবাড়ীতে শিক্ষার্থী-রাজনীতিকদের সঙ্গে ডিসির মতবিনিময়

চলমান পরিস্থিতি মোকাবিলায় রাজবাড়ীতে রাজনৈতিক নেতা ও বৈষম‌্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক (ডিসি) আবু কায়সার খান।

বুধবার (৭ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষার্থীরা আন্দোলনের সময়ে তাদের ওপর যুবলীগ-ছাত্রলীগসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনের বিষয় তুলে ধরে বিচার দাবির পাশাপাশি বর্তমানে লুটপাট, অগ্নিসংযোগ বন্ধ করে রাজবাড়ীতে শান্তি ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার সহযোগিতা কামনা করেন।

এসময় জেলা বিএনপি নেতা ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ডিসি-এসপি আন্দোলনকারী শিক্ষার্থী ও তাদের কথা শুনেছেন। তারা আশ্বস্ত করেছেন শান্তি রক্ষায় দোষীদের গ্রেফতার করার পাশাপাশি আইনকে পুনরুজ্জীবিত করতে কাজ শুরু করবেন। এ জন‌্য রাজনৈতিক দল হিসেবে তারা সর্বাত্মক সহযোগিতা করবেন।

এ সময় পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদসহ প্রশাসনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রুবেলুর রহমান/আরএইচ/এমএস