দেশজুড়ে

সৈয়দপুরে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

নীলফামারীর সৈয়দপুরে বাসের ধাক্কায় আব্দুস সামাদ (৫৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকালে সৈয়দপুর-রংপুর শহরের হাজীর বটতলার কাছে এ দুর্ঘটনা ঘটে। আব্দুস সালাম সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কুজিপুকুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কসাই ছিলেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে গরু জবাই করার উদ্দ্যেশে বাড়ি থেকে বাইসাইকেল যোগে স্থানীয় চিকলী বাজারে আসছিলেন। এ সময় গ্রামীণ কাঁচা সড়ক থেকে মহাসড়কে উঠার সময় দ্রুতগামী একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। জাহেদুল ইসলাম/এসএস/পিআর