বাংলাদেশে অবস্থানরত রুশ নাগরিকদের সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই রাশিয়ার। ঢাকার রুশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
Advertisement
দূতাবাসের পক্ষ থেকে রুশ বার্তা সংস্থা তাসকে জানানো হয়েছে, বাংলাদেশ থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই। কেউ চলে যেতে চাইছেন, এমন কোনো বার্তাও আসেনি।
আরও পড়ুন>>
অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র ভারত-যুক্তরাজ্যের ‘না’, কোথায় যাবেন শেখ হাসিনা? পদত্যাগ করে দেশ ছাড়লেন হাসিনা, বিশ্বমিডিয়ায় তোলপাড়ঢাকায় রুশ দূতাবাসের আশপাশের পরিস্থিতি শান্ত বলেও উল্লেখ করেছে তারা।
Advertisement
দূতাবাস আরও বলেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের সঙ্গে জড়িত রুশ নাগরিকরা কোনো ধরনের বিপদে নেই।
কেএএ/