দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত

চাঁপাইনবাবগঞ্জে কানসাট-ভোলাহাট সড়কে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে সানোয়ার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৭ আগস্ট) রাতে শিবগঞ্জ উপজেলার কলমুগাড়ায় এ ঘটনা ঘটে।

Advertisement

নিহত সানোয়ার শিবগঞ্জ উপজেলার দহাপাড়া গ্রামের বাহার আলীর ছেলে।

স্থানীয়রা জানান, রাতে রাস্তায় মানুষের গতিরোধ করে ডাকাতি করছিল কয়েকজন ডাকাত। এ সময় আশপাশ থেকে তাদেরকে ঘিরে ফেলে এলাকাবাসী। পরে ৪-৫ জন ডাকাত পালিয়ে গেলেও পালাতে পারেননি সানোয়ার হোসেন। এ সময় এলাকাবাসী ও পথচারীর গণপিটুনিতে নিহত হন তিনি।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, কয়েকজন পথচারীর সবকিছু ছিনিয়ে নেন সানোয়ারসহ কয়েকজন ডাকাত সদস্য। পরে এলাকাবাসী টের পেয়ে তাদের ঘিরে ধরে। এসময় সবাই পালিয়ে গেলেও পালাতে পরেননি সানোয়ার। এতে গণপিটুনিতে মারা যান তিনি।

সোহান মাহমুদ/এফএ/এএসএম