কারফিউ ও শেখ হাসিনার পদত্যাগের পর আতঙ্কে যান চলাচল অনেকটা বন্ধ ছিল দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। প্রায় এক সপ্তাহ পর ফের স্বাভাবিক হয়েছে যানবাহন চলাচল।
Advertisement
বৃহস্পতিবার (৮ আগস্ট) সরেজমিনে দেখা গেছে, ঢাকা ও চট্টগ্রাম উভয়মুখী লেনে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, লরি, পিকআপ, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ সকল গাড়ি চলাচল করছে। দূরপাল্লার ও বারইয়ারহাট-চট্টগ্রাম রুটে চয়েস, উত্তরা ও মিরসরাই এক্সপ্রেস পরিবহনের বাস চলাচল করতে দেখা গেছে। রাস্তায় আগের চেয়ে মানুষের উপস্থিতি বেড়েছে। খোলা হয়েছে বন্ধ থাকা অনেক দোকানপাট।
বাসচালক নুর উদ্দিন বলেন, প্রায় ১০ দিন গাড়ি চালাতে পারিনি। ইনকাম ছিল না বললেই চলে। আজ গাড়ি নিয়ে বের হয়েছি। রাস্তায় মোটামুটি যাত্রী রয়েছে।
লেগুনাচালক ইকবাল হোসেন বলেন, তিনদিন পর গাড়ি নিয়ে বের হয়েছি। এখনো তেমন যাত্রী পাইনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী বাড়তে পারে।
Advertisement
বড়তাকিয়া বাজারের ব্যবসায়ী রাসেল বলেন, ৫ দিন পর আজ দোকান খুলেছি। কীভাবে দোকান খুলবো? দেশে একটা ভয়াবহ পরিস্থিতি চলছিল।
এম মাঈন উদ্দিন/এফএ/এএসএম