ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের কদিম ধল্যা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ফজলুর রহমান নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। তার বাড়ি উপজেলার বানাইল ইউনিয়নের ভররা গ্রামে। তিনি ওই ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।পুলিশ ও এলাকাবাসী জানান, শুক্রবার কাঠ ভর্তি পিকআপ ভ্যানযোগে ঢাকা যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে মহাসড়কের উক্ত স্থানে বিপরীতমুখী রড বোঝাই একটি ট্রাক ও ওই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের আসনে বসে থাকা ফজলুর রহমান (৫০) ও চালক চাঁন মিয়া (৩২) মারাত্মকভাবে আহত হন। মুমূর্ষু অবস্থায় তাদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফজলুর রহমান মারা যান। তার মৃত্যুতে স্থানীয় সাবেক সাংসদ উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী শোক প্রকাশ করেছেন। মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, নিহতের লাশ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।এস এম এরশাদ/ এমএএস/এমএস