দেশজুড়ে

নাটোরে ছাত্রলীগ নেতাকে গুলি : তিনজনকে গণপিটুনি

পূর্ব শত্রুতার জের ধরে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন ভুঁইয়ার ছেলে ও জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল­াহ আল মামুনের উপর গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় মামুনের সমর্থকরা তিনজনকে ধরে গণপিটুনি দিয়ে তিনটি মোটরসাইকেল ভাঙচুর করেছে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে নাটোর হাসপাতালে ভর্তি করে।শুক্রবার বিকেলে সদর উপজেলার কাঠাল বাড়ীয়া নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, নাটোর সদর উপজেলার ৫নং খোলাবাড়ীয়া ইউপির নব নির্বাচিত চেযারম্যান আব্দুল বাতেন ভুঁইয়ার ছেলে ও জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুলাহ আল মামুনের সঙ্গে একই উপজেলার বড়বাড়ীয়া গ্রামের জামানের ছেলে জাহাঙ্গীরের বিবাদ চলছিল। জামানের ছেলে জাহাঙ্গীর বাদী হয়ে ইতোপূর্বে বাতেন চেয়ারম্যানের ছেলে মামুনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে যা বর্তমানে বিচারধীন রয়েছে। গত ২৩ এপ্রিল নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাতেন ভুঁইয়া জয়লাভ করেন। এঘটনার পরপরই গত বুধবার বাতেন ভুঁইয়ার ছেলে মামুন কিছু লোকজন নিয়ে প্রতিপক্ষ বড়বাড়ীয়া গ্রামের জামানের বাড়িতে হামলা চালায়। এসময় জামানের ছেলে জাহাঙ্গীরকে না পেয়ে জামান ও তার ভাইদের মারধর করে এবং মামুনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার না করলে দেখে নেওয়ার হুমকি দেয়। এঘটনায় শুক্রবার সকালে কাঠাল বাড়ীয়া বাজারে একটি সালিশ বৈঠক ডাকা হয়। কিন্তু সালিশে সবাই উপস্থিত হলেও জাহাঙ্গীর উপস্থিত না হওয়ায় সালিশি বৈঠক স্থগিত ঘোষণা করা হয়। পরে বিকাল ৩টার দিকে আব্দুল­াহ আল মামুন নিজ বাসা থেকে কাঠাল বাড়ীয়া নতুন বাজার এলাকায় আসার সময় ৬টি মোটরসাইকেলে বহর নিয়ে তার উপর অতর্কিত গুলি চালায় জাহাঙ্গীর ও তার ভাড়াটে ক্যাডাররা। এসময় মামুনের আর্তচিৎকারে এলাকাবাসী ছুটে এসে জাহাঙ্গীর ও তার বাহিনীদের ধাওয়া করলে তিনটি মোটরসাইকেল নিয়ে কিছু হামলাকারী পালিয়ে যায়। কিন্তু এলাকাবাসী জাহাঙ্গীরসহ মোহন ও আশা নামে তিনজনকে আটক করে গণপিটুনি দেয় এবং তিনটি মোটরসাইকেল ভাঙচুরসহ আটক করে রাখে।  এ বিষয়ে নাটোর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, সংবাদ পয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক তিনজনসহ মোটরসাইকেলগুলো উদ্ধার করেছে। এদের মধ্যে আহত অবস্থায় জাহাঙ্গীর ও মোহনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এলাকাবাসীর বক্তব্য অনুসারে জাহাঙ্গীরের বুক পকেট থেকে তিনটি গুলি উদ্ধার করা হয়। এবিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।রেজাউল করিম রেজা/এমএএস/এমএস