চারিদিকে যখন অসহ্য গরমে মানুষের হাঁসফাঁস অবস্থা, ঠিক সেই সময় মেলোডি কুইন খ্যাত কণ্ঠশিল্পী ফাহমিদা নবী তার সিঙ্গেল ট্র্যাক ‘মেঘলা মন’এর ব্যয়বহুল মিউজিক ভিডিওটি প্রকাশ করলেন। গানটির কথা লিখেছেন ড. আতিউর রহমান ও সুর দিয়েছেন মৌলিক গানের সুরকার রাজন সাহা। সংগীত আয়োজন করেছেন আমজাদ হোসেন।গানটি সম্পর্কে ফাহমিদা নবী বলেন, ‘প্রতিনিয়তই গান করে যাচ্ছি, তবে এই গানটি অন্য গানগুলো থেকে একটু আলাদা ধাঁচের। আশা করি শ্রোতা-দর্শকদের কাছে গান এবং মিউজিক ভিডিও দুটোই উপভোগ্য হবে।’সুরকার রাজন সাহা বলেন, ‘আমি সব সময়ই মৌলিক বাংলা গান তৈরির চেষ্টা করি । এবারও চেষ্টা করেছি নতুন কিছু করার জন্য। বাকিটা শ্রোতারা বিচার করবেন।’‘মেঘলা মন’ গানটি সম্পর্কে প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস এর কর্ণধার জহিরুল ইসলাম বলেন, সিডি চয়েস ফাহমিদা নবীর মত একজন দেশ বরেণ্য শিল্পীর প্রকাশ করতে পেরে সত্যি আনন্দিত। আগামীতে সিডি চয়েস এমন গান আরও উপহার দেবে। `মেঘলা মন` শিরোনামের গানটির ভিডিও নির্মাণ করেছেন পরিচালক চন্দন রায় চৌধুরী। গানটিতে মডেল হিসেবে আছেন শেখ মিজু এবং তাসনোভা খান। এনই/এআরএস/এমএস