কারও কাছে লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র বা গুলি থাকলে দ্রুত তা নিকটস্থ থানায় জমা দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
Advertisement
ডিএমপি বলছে, লাইসেন্সবিহীন অস্ত্র ও গুলি কারো হেফাজতে থাকা দণ্ডনীয় অপরাধ।
রোববার (১১ আগস্ট) রাতে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কে এম রায় নিয়তি এ কথা বলেন।
তিনি বলেন, কারো কাছে লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র ও গুলি থেকে থাকলে অতি সত্বর নিকটস্থ থানায় জমা দিন। লাইসেন্সবিহীন অস্ত্র ও গুলি কারো হেফাজতে থাকা দণ্ডনীয় অপরাধ।
Advertisement
এদিকে রোববার (১১ আগস্ট) বিকেলে পুলিশ সদরদপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পুলিশ সুপার ইনামুল হক সাগর জানান, সারা দেশে ৬৩৯টি থানার মধ্যে ৫৯৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া ১১০টি মেট্রোপলিটন থানার মধ্যে ৯৭টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫০২টি থানার কার্যক্রম শুরু হয়েছে।
টিটি/জেডএইচ/