দেশজুড়ে

গাইবান্ধায় কর্মে ফিরেছে পুলিশ

আট দিন বন্ধ থাকার পর গাইবান্ধায় পুলিশের কার্যক্রম পুরোপুরিভাবে শুরু হয়েছে। সোমবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধা সদর থানার পুলিশ সদস্যরা তাদের কার্যক্রম শুরু করেন। জেলার সাতটি থানাসহ ট্রাফিক পুলিশ সদস্যরাও কাজে যোগ দিয়েছেন।

Advertisement

গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন সদর থানায় সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) আব্দুল্লাহ আল মামুন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা প্রমুখ।

পুলিশ সবসময় জনগণের পাশেই ছিল, আগামীতেও থাকবে জানিয়ে সংবাদ সম্মেলনে এসপি বলেন, শেখ হাসিনা ক্ষমতা থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়ায় জনগণ রাস্তায় নেমে আসে। পুরো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ে। পুলিশ জনগণের রোষানলের হাত থেকে রক্ষা পেতে বিভিন্ন স্থানে পালিয়ে অবস্থান নেয়। তাদের ওপর হামলা চালানো হয় এবং থানাগুলোতে ভাঙচুর চালানো হয়।

Advertisement

ক্ষমতাসীন আওয়ামী লীগ আন্দোলনরত ছাত্র-জনতার ওপর গুলি চালাতে পুলিশকে বাধ্য করেছিল জানিয়ে পুলিশ সুপার কামাল হোসেন বলেন, ক্ষোভে সাধারণ মানুষ পুলিশের ওপর চড়াও হলে জীবন বাঁচানোর তাগিদে পুলিশ সদস্যরা পলায়ন ছিলেন। আজ থেকে দেশ ও জাতির স্বার্থে তারা কাজে যোগ দিয়েছেন। আশা করছি আমাদের কাজে সবাই সহযোগিতা করবেন।

এ এইচ শামীম/এসআর/এএসএম