আন্তর্জাতিক

ভারতীয় বংশোদ্ভূত প্রধান নির্বাহীকে সরিয়ে দিচ্ছে স্টারবাকস

স্টারবাকস ছাড়ছেন প্রধান নির্বাহী কর্মকর্তা। গত প্রায় দুই বছর ধরে ভারতীয় বংশোদ্ভূত এই কর্মকর্তা কোম্পানিটির দায়িত্বে ছিলেন। কিন্তু বিক্রির বিষয়ে যে সংকট দেখা দিয়েছে তা সমাধান করতে চায় কফি চেইনটি। সে জন্যই তাকে সরিয়ে দেওয়া হচ্ছে।

কোম্পানিটি জানিয়েছে, প্রধান নির্বাহী ল্যাক্সম্যান নরসিমহান পদত্যাগ করছেন ও মেক্সিকান গ্রিল চেইন চিপোটলের প্রধান ব্রায়ান নিকোল তার স্থলাভিষিক্ত হবেন।

মূলত মূল্য বৃদ্ধি ও ইসরায়েল-গাজাযুদ্ধকে কেন্দ্র করে বয়কটের মুখে পড়ায় বিক্রি কমেছে কোম্পানিটির।

কোম্পানিটির সাবেক নির্বাহী কর্মকর্তা হাওয়ার্ড শুল্টজ বলেন, আমি বিশ্বাস করি নিকোল এমন একজন ব্যক্তি যাকে এই মুহূর্তে স্টারবাকসের প্রয়োজন।

শুল্টজ বলেন, তার প্রতি আমার শ্রদ্ধা ও পূর্ণ সমর্থন রয়েছে।

স্টারবাকসের এমন ঘোষণার পর কোম্পানিটির শেয়ার ২০ শতাংশ বেড়েছে। গত মাসে কোম্পানিটি জানায়, জুন মাসে শেষ হওয়া প্রান্তিকে বিশ্বব্যাপী বিক্রি বার্ষিক ৩ শতাংশ কমেছে।

তাছাড়া কোম্পানিটি পানীয়ের জন্য দীর্ঘ অপেক্ষা ও দামের বৃদ্ধির জন্য সমালোচনার সম্মুখীন হয়েছে।

এমএসএম