বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র জড়িত থাকার অভিযোগ ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তারা বলেছে, হাসিনার পদত্যাগের ব্যাপারে যুক্তরাষ্ট্র জড়িত ছিল, এমন যেকোনো দাবি ‘পুরোপুরি মিথ্যা’।
ড. ইউনূসকে আনোয়ার ইব্রাহিমের ফোন/ অন্তর্বর্তী সরকারকে সহযোগিতায় প্রস্তুত মালয়েশিয়ামালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন। আলাপকালে আনোয়ার ইব্রাহিম বাংলাদেশে শান্তি ও নিরাপত্তা পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার কথাও জানান তিনি।
বাংলাদেশে অস্থিরতার জেরে ভারতে ইলিশের সংকট, দামে আগুনকলকাতাসহ পশ্চিমবঙ্গের বাজারগুলোতে দেখা নেই ইলিশের। যা দুয়েকটা মিলছে, তারও দাম আকাশছোঁয়া। এর ফলে কমে গেছে বেচাকেনা। তাতে যেমন বিক্রেতারা হতাশ, তেমনি মনখারাপ ক্রেতাদেরও।
গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে প্রায় ১৭ হাজার ফিলিস্তিনি শিশু প্রাণ হারিয়েছে। একটি মানবাধিকার সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। এছাড়া গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত চলা সংঘাতে নিহত শিশুদের মধ্যে দুই হাজারের বেশি শিশুই দুই বছরের কম বয়সী।
পাকিস্তানে স্বাধীনতা দিবস উদযাপনে ফাঁকা গুলি, আহত ৯৫পাকিস্তানে স্বাধীনতা দিবস উদযাপনে আকাশের দিকে ফাঁকা গুলি ছোড়ার ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৯৫ জন। হাসপাতাল কর্মকর্তাদের সূত্রে বুধবার (১৪ আগস্ট) এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।
সরে দাঁড়াচ্ছেন জাপানের প্রধানমন্ত্রীক্ষমতাসীন দলের নেতা হিসেবে আর থাকছেন না জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। সেপ্টেম্বরে দলের নির্বাচনে তিনি অংশ নেবেন না। তার মানে হলো খুব দ্রুতই নতুন প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে জাপান।
চিকিৎসককে ধর্ষণ-হত্যা/ পশ্চিমবঙ্গে সরকারি-বেসরকারি হাসপাতালে কর্মবিরতিকলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গের পাশাপাশি পুরো দেশই উত্তাল হয়ে উঠেছে। বুধবার (১৪ আগষ্ট) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতালের আউটডোর ও বেসরকারি হাসপাতালে ওপিডি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল।
বিশ্বজুড়ে বেশ সংকটের মধ্যে রয়েছে বৃহত্তম কফিহাউস চেইন স্টারবাকস। গত মঙ্গলবার কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রধান নির্বাহী ল্যাক্সম্যান নরাসিমহান পদত্যাগ করছেন এবং মেক্সিকান গ্রিল চেইন চিপোটলের প্রধান ব্রায়ান নিকোল তার স্থলাভিষিক্ত হবেন।
রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে জরুরি অবস্থা জারিরাশিয়ার বেলগোরোদ অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ইউক্রেনের উত্তরাঞ্চলীয় সীমান্তে অবস্থিত বেলগোরোদে ক্রমাগত বোমা হামলা চালিয়ে যাচ্ছে কিয়েভ। সে কারণে ওই অঞ্চলের গভর্নর সেখানে জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়েছেন।
যুক্তরাজ্যে সহিংসতার পর এক হাজারের বেশি গ্রেফতারযুক্তরাজ্যে তিন শিশুকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে সহিংসতার পর অন্তত এক হাজারে বেশি গ্রেফতার করা হয়েছে। তারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। বিশেষ করে অভিবাসনপ্রত্যাশী ও মুসলিমদের ওপর হামলার ঘটনা ঘটে। আগুন ধরিয়ে দেওয়া হয় বিভিন্ন স্থাপনায়।
কেএএ/জিকেএস