বগুড়ার ধুনটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সবুজ ইসলাম (২৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। একই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৩টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সবুজের মৃত্যু হয়।
সবুজ ইসলাম উপজেলার গোপালনগর ইউনিয়নের গজিয়াবাড়ি গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি বগুড়া আজিজুল হক কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার গজিয়াবাড়ি গ্রামে নুরুল ইসলামের সঙ্গে তার ভাতিজা আবুল কালাম ও আলাউদ্দিনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। এ বিষয় নিয়ে বৃহস্পতিবার দুপুরের দিকে গজিয়াবাড়ি গ্রামে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আবুল কালাম, আলাউদ্দিন ও তার লোকজন সবুজ ইসলাম ও তার লোকজনের ওপর হামলা চালায়।
এসময় হামলায় নুরুল ইসলামের ছেলে সবুজ ইসলাম (২৮), শফিকুল ইসলাম (৩২), আলতাব হোসেনের ছেলে আফছার আলী (৫০), আফছার আলীর স্ত্রী নুরজাহান খাতুন (৪৫) আহত হন। আহতদের প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরমধ্যে সবুজ ইসলামের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বগুড়া থেকে ঢাকায় নেওয়ার পথে সবুজ ইসলাম মারা গেছেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
আরএইচ/এএসএম