দেশজুড়ে

নোয়াখালীতে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা করার অভিযোগে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরজব্বর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট ওমর ফারুকের বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।

রোববার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার চরজব্বার ইউনিয়ন পরিষদের সামনে থেকে কাঞ্চন বাজার পর্যন্ত এ মিছিল করা হয়। এসময় শত শত নেতাকর্মী ঝাড়ু ও জুতা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং ইউনিয়ন পরিষদ থেকে ওই চেয়ারম্যানের বহিষ্কারসহ তাকে আইনের আওতায় আনার দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ডিসেম্বরে লন্ডনের একটি অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানকে নিয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি অ্যাডভোকেট ওমর ফারুক বাদী হয়ে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারেক রহমানের বিরুদ্ধে মামলা করেন। এ বিষয়ে চরজব্বর থানাকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আদালত। পরে ২০১৭ সালের ৪ এপ্রিল থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ভূঁঞা আদালতে অভিযোগপত্র দেন।

এ বিষয়ে অ্যাডভোকেট ওমর ফারুক জাগো নিউজকে বলেন, ‘আমি গত ১৪ আগস্ট ওই মামলা প্রত্যাহার করে নিয়েছি। তারপরও আমার বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীরা ঝাড়ু মিছিল করলে এখন কিছু করার নেই।’

ইকবাল হোসেন মজনু/এসআর/জিকেএস