বরগুনার পাথরঘাটা থেকে ফরিদপুরের আটরশির বিশ্ব জাকের মঞ্জিলে যাওয়ার পথে বাসের ছাদ থেকে পড়ে দু`জন নিহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৬টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানিতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের নিজলাঠিমারা গ্রামের মো. সোহরাব হোসেন (৪০) ও জাকারিয়া (১৬)। বাসের যাত্রীরা জানায়, আটরশির বাৎসরিক মাহফিলে অংশগ্রহণের উদ্দেশ্যে সকাল ৮টার দিকে একটি মিনিবাস পাঘরঘাটা থেকে তারা রওনা দেন। কিন্তু বাসে ধারণ ক্ষমতার চেয়ে যাত্রী বেশি হওয়ায় সোহরাফ ও জাকারিয়াসহ বেশ কয়েকজন বাসের সাদে চড়েন। পথিমধ্যে বাসটি কাশিয়ানিতে পৌঁছালে বাসের ছাদে থাকা সোহরাব হোসেন ও জাকারিয়া গাছের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের মরদেহ কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে জানা গেছে। মিরাজ/জেএইচ