আবহাওয়া অধিদপ্তরের পরিচালক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন মো. আজিজুর রহমান।
সোমবার (১৯ আগস্ট) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে পদত্যাগপত্র দেন তিনি।
পদত্যাগপত্রে আজিজুর রহমান বলেন, আমি চুক্তিভিত্তিক নিয়োগের চুক্তিপত্রের অনুচ্ছেদ ৭ অনুযায়ী, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) পদ থেকে আজ ১৯ আগস্ট স্বেচ্ছায় পদত্যাগ করলাম।
এর আগে গতকাল রোববার আবহাওয়া অফিসের সামনে বেলা ১১টায় পরিচালকের পদত্যাগসহ বিভিন্ন দাবি নিয়ে কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেন।
আরএএস/এমকেআর/এএসএম