দেশজুড়ে

দিনাজপুরের প্যানেল মেয়রসহ ৪ জনের নামে দুদকের মামলা

পৌরসভার মার্কেট নির্মাণের নামে ৪ কোটি ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দিনাজপুরের বিরামপুর পৌরসভার সাবেক মেয়র মো. লিয়াকত আলী সরকারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দিনাজপুর সদরের বর্তমান প্যানেল মেয়র মো. আবু তৈয়ব আলী দুলালের বিরুদ্ধে পৃথক আরও একটি মামলা করেছে দুদক।

বুধবার (২১ আগস্ট) দুদকের দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয় সংস্থাটির উপসহকারী পরিচালক মো. মশিউর রহমান বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।

প্রথম মামলায় আসামিরা হলেন- বিরামপুর পৌরসভার সাবেক মেয়র মো. লিয়াকত আলী সরকার, এস এম সফিকুল আলম ওরফে ডাবলু, এস এম রবিউল ইসলাম ও মো. জুয়েল দিয়া। ওই মামলায় বিরামপুর পৌরসভার হোসেন আলী মার্কেটের নির্মাণকাজের ৪ কোটি ১৩ লাখ ১০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

আরেক মামলায় দিনাজপুর সদর পৌরসভার বর্তমানে প্যানেল মেয়র মো. আবু তৈয়ব আলী দুলালের বিরুদ্ধে ১৩ লাখ ৪০ হাজার ৩০৫ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

এসএম/এমএএইচ/এমএস